রাসেল ভাইপার সাপ
</ রাসেল ভাইপার আজকাল facebook,Youtube সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শুধু একটাই কথা ভেসে বেরাচ্ছে রাসেল ভাইপার | আসলে কি রাসেল ভাইপার বাংলাদেশে আসছে নাকি সবি ভূয়া! আসল রহস্য কি?
বাংলাদেশে রাসেল ভাইপার আসছে কিছু এলাকাতে দেখা গেছে তবে আপনারা যে ভাবে ভয় পাচ্ছেন তেমন ভাবে না।
যে সাপ গুলো বাংলাদেশে আছে তাদের মতো ভাবেই এরা আছেন
শুধু এই সাপ বিশাক্ত আর নিজে থেকে আক্রমন করে তবে মানুষ চাইলেই মেরে ফেলতে পারবে
সুতরাং আমাদের উচিৎ আতঙ্ক না ছরিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে এই সাপকে প্রতিহত করা। নয়তো এই আতঙ্গ আমাদের সমাজ বা রাষ্ট্রয় কাজকে বাধাগ্রস্ত করবে।যেমন কৃষকগোষ্ঠী মাঠে যাবে না অফিসার অফিস করতে ভয় পাবে।
তাই আমরা সবাই মিলে এই সোনার দেশকে সোনায় রুপান্ত করার লক্ষে গুজব না ছরিয়ে সর্তক করবো সবাইকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন