পোস্টগুলি

১০ শে মহারম বা আশুরা ২০২৪ | আশুরার গুরুত্ব | মহারম মাস ২০২৪

ছবি
 আরবি মাসের প্রথম মাস মহারম মাস |এই বছর ৭ ই জুলাই মহারম মাসের শুরু | এই মাসের অন্যতম গুরুত্ব পূর্ন একটি দিন রয়েছে সেটা ১০ শে মহারম বা আশুরার দিন | আপনি যদি গুগোলে সার্চদেন আশুরা সম্পর্কে অনেক তথ্য পাবেন তবে অনেক গুলো বিধর্মীদের লেখা তারা তাদের মতো করে এই দিনটির বর্ননা করেছেন তবে ইসলামে এই দিনটির অনেক গুরুত্ব রয়েছে। ইহুদিরা এই দিনে ঈদ উৎযাপন করে থাকেন অনেকে রোজা পালন করে থাকেন। মুসলিদের মধ্যে কিছু সংক্ষক লোক শিয়া বলে কথিত তারা হায় হোসেন হায় হোসেন বলে থাকেন তারাও নানা ধরনের উৎসবের মধ্যে দিয়ে দিনটি উৎজাপন করে থাকেন। #তবে ইসলামে এই দিনটির বর্নানা অন্য রকম ... ইজরাইলের পূর্ন বয়কট করুন  মহানবী (সা) বলেছেন এই দিনটি  ১০ শে মহারম বা আশুরার দিন কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের ১ বছরের গুনাহ্ মাপের আশা রাখি এবং পরবর্তী ১ বছরের ছোয়াব আমাদের প্রিয় নবী করিম (সা) নিজে রোজা রেখেন এবং অন্যদের উৎসাহিত করেছেন। তবে এই দিনে ইহুদিরা রোজা রাখেন তাই আমাদের নবী করিম (সা) বলেছেন ৯ তারিখ রোজা রেখে জোরা করতে। আমরা চাইলে ৯-১০ অথবা ১০ -১১ তারিখ রোজা রাখতে পারি। হুসাইন (রা) আনহুর শাহাদতের সাথে আশুরা...

ভারতের রেলপথ বাংলাদেশের ওপর দিয়ে

  বাং লাদেশের ওপর দিয়ে তৈরি হচ্ছে ভারতের রেলপথ হলে কি হবে বলে মনে করেন??  আমার ধারণা ইণ্ডিয়া কখনো বাংলাদেশকে দখল করবে না। সামরিক ও ভৌগোলিকভাবে প্রত্যক্ষ 'দখল করা' অনেক হিসাবে তাদের জন্য বিরাট লস প্রজেক্ট। বিয়ে করে ঘরে তুললে স্ত্রীর অধিকার দেওয়ার বাধ্যবাধকতা থাকে, কিন্তু রক্ষিতা-গার্লফ্রেন্ড হিসেবে রেখে দিলে ইচ্ছেমতো ভোগও করা যায় আবার তেমন কোনো দায়ভার বা দায়-দায়িত্বও থাকে না। #রেলপথ করার অবশই কারন আরো অনেক আছে কয়েকটি সরল প্রশ্ন  রেল যোগাযোগের যে চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে  এটি কাদের পরিকল্পনা? কারা সুবিধা ভোগ করবে? পরিকল্পনা বাস্তবায়নে কাদের ভূমিকা থাকবে? আচ্ছা বাংলাদেশের অভ্যন্তরে কন্ট্রোল কাদের থাকবে? ট্রেনের চলাচলটা অবশ্যই পদ্মা সেতু ব্যবহার হয়ে চলার কথা। আচ্ছা ওয়ান ওয়েতে যখন সুপার ফাস্ট ট্রেন প্রবেশ করবে তখন দক্ষিণ বঙ্গের সাথে ঢাকার ট্রেন যোগাযোগের অবস্থাটা কেমন হবে? ঘন্টার ঘন্টা বিলম্বের যে বিরম্বনা আর ভোগান্তি হবে সেটি কারা ভোগ করবে? ধরেন কলকাতা থেকে একটি ট্রেন ছেড়ে বেনাপোল পার হয়ে আমাদের দেশে প্রবেশ করলো। তখন এটিকে চালানোর জন্য কাদের ট্রেনগুলো ঝিমাবে?...

রাসেল ভাইপার সাপ

 </ রা সেল ভাইপার    আজকাল facebook,Youtube সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শুধু একটাই কথা ভেসে বেরাচ্ছে রাসেল ভাইপার | আসলে কি রাসেল ভাইপার বাংলাদেশে আসছে নাকি সবি ভূয়া! আসল রহস্য কি? বাংলাদেশে রাসেল ভাইপার আসছে কিছু এলাকাতে দেখা গেছে তবে আপনারা যে ভাবে ভয় পাচ্ছেন তেমন ভাবে না। যে সাপ গুলো বাংলাদেশে আছে তাদের মতো ভাবেই এরা আছেন শুধু এই সাপ বিশাক্ত আর নিজে থেকে আক্রমন করে তবে মানুষ চাইলেই মেরে ফেলতে পারবে সুতরাং আমাদের উচিৎ আতঙ্ক না ছরিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে এই সাপকে প্রতিহত করা। নয়তো এই আতঙ্গ আমাদের সমাজ বা রাষ্ট্রয় কাজকে বাধাগ্রস্ত করবে।যেমন কৃষকগোষ্ঠী মাঠে যাবে না অফিসার অফিস করতে ভয় পাবে। তাই আমরা সবাই মিলে এই সোনার দেশকে সোনায় রুপান্ত করার লক্ষে গুজব না ছরিয়ে সর্তক করবো সবাইকে